সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

৩ হাজারের বেশি শিশুকে নাগরিকত্ব দিচ্ছে আরব আমিরাত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

তিন হাজারেরও বেশি শিশুকে নাগরিকত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইতোমধ্যে এ সংক্রান্ত সব প্রক্রিয়াও সেরে ফেলেছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির পরিচয় ও নাগরিকত্ব বিষয়ক ফেডারেল অথোরিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমিরাতি নারীদের ৩ হাজার ৩৫৪ জন সন্তানকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশনায় ও  উপ-প্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের তত্ত্বাবধানে নাগরিকত্ব প্রদান সম্পর্কিত প্রক্রিয়া শেষ হয়েছে।