জাপানে স্কুলছাত্রীদের ওপর হামলায় দু`জন নিহত, আহত ১৬
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

জাপানের কাওয়াসাকিতে স্কুলবাসের জন্য অপেক্ষমাণ স্কুলছাত্রীদের ওপর দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে (বাংলাদেশ সময় আজ ভোর পৌনে ৫টা) কাওয়াসাকির তামা পৌর এলাকার নবরিত রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক যুবকসহ ১৬ জনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করে ওই দুর্বৃত্ত। এ তাণ্ডব চালানোর পর ওই দুর্বৃত্ত নিজেই তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চতুর্থ শ্রেণির এক ছাত্রী এবং ৩০ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারায়।ঘাতকের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে হতে পারে।
কেন স্কুলছাত্রীদের ওপর ছুরি নিয়ে ওই হামলা চালানো হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। ঘাতকসহ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
হতাহত স্কুলছাত্রীরা সবাই একটি ক্যাথলিক বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। তারা সকালে স্কুলে যাওয়ার জন্য স্কুলবাসের অপেক্ষা করছিল। এসময় হঠাৎ করে দুই হাতে ধারালো ছুরি নিয়ে স্কুলছাত্রীদের ওপর ঝাপিয়ে পড়ে ওই দুর্বৃত্ত।