মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

সুস্মিতার শরীরচর্চা, ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

সুস্মিতা সেন আর তার ‘প্রেমিক’ রোহমান শল, একে অন্যের হয়ে একসঙ্গে শরীরচর্চায় মেতেছেন। যা দেখে মনে হয় ভালোবাসার বহিঃপ্রকাশ এর থেকে আর কত সুন্দর হতে পারে! সম্প্রতি তাদের শরীরচর্চার একটি ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই যথারীতি তা ভাইরাল। দেখতে দেখতে লাইকের সংখ্যা ছুঁয়েছে দুই লাখের উপর।

আর তাই দেখে তৃপ্ত প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতার মন্তব্য, যেন স্বর্গে বাস করছি। এখানেই শেষ নয়, দুজনে জিমের পোশাকও নাকি একে অন্যের সঙ্গে শেয়ার করছেন!

তাদের যুগলবন্দি জিমের ছবিও ছড়িয়েছে ইন্টারনেটে। ছবির নিচে বিশ্বসুন্দরীর ক্যাপশন, একসঙ্গে শরীরচর্চাও যেন স্বর্গসুখের সমান। এ আমি আগে টের পাইনি। এখন আমরা এক প্রাণ, এক আত্মা। আমার পোশাক দিব্যি ফিট করে যায় রহমানের গায়ে! রহমান আমার দেবদূতদের কাছে যেন আরেক দেবদূত। তারপর হ্যাশট্যাগে লেখেন, ভালোবাসা অপূর্ব।

 

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রেমিক র‌্যাম্প মডেল রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের প্রেম বেশ জমে গেছে। তাদের বিয়ে নিয়ে নানা কথা শোনা গেলেও ৪৩ বছরের সুস্মিতা সেন বলেছিলেন, বিয়ে নয়, রোমান্স করছি। গত শুক্রবার ছিল প্রেমিক রোহমান শলের জন্মদিন। এবার রোহমানের জন্মদিনে জিমের ভিডিও শেয়ার করে ভালোবাসা যেন আরো উজাড় করে দিলেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা।