রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

সহজেই জেনে নিন সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় সিলিন্ডারে কতটুকও গ্যাস অবশিষ্ট আছে তা না জানা থাকলে বিপদে পড়তে হয়। অনেকেই সিলিন্ডার হাতে তুলে ধরে বা ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করেন যে সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে। কিন্তু এ পদ্ধতিতে শুধু অনুমান করা যায়, নিশ্চিন্ত হওয়া যায় না। তবে একটা পদ্ধতি কাজে লাগিয়ে সহজেই বুঝে নেয়া যায় যে, সিলিন্ডারে  ঠিক কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। আসুন জেনে নেয়া যাক সেই উপায়টি-  

প্রথমে একটা ভিজা কাপড় দিয়ে সিলিন্ডারটিকে খুব ভালো করে মুছে নিন। খেয়াল রাখুন, সিলিন্ডারের গায়ে যেন কোনো ধুলোর আস্তরণ জমে না থাকে। সিলিন্ডার ভালো করে মোছা হয়ে গেলে ২ থেকে ৩ মিনিট পর দেখবেন সিলিন্ডারের কিছুটা অংশের ভিজা ভাব শুকিয়ে গেছে আর বাকি অংশ তখনো ভিজা রয়েছে। সিলিন্ডারের যে অংশটা শুকাতে বেশি সময় নিচ্ছে, সেই অংশটুকুই রান্নার গ্যাসে ভরা রয়েছে। আর যে অংশটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে সিলিন্ডারের সেই অংশটি খালি।

কারণ সিলিন্ডারের যে অংশে তরল রয়েছে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কিছুটা হলেও কম হবে। তাই সিলিন্ডারের যে অংশে গ্যাস আছে সেই অংশটির তাপমাত্রা অপেক্ষাকৃত কম বলে শুকাতে বেশি সময় লাগে। সুতরাং গ্যাস ফুরিয়ে গেল ভেবে দুশ্চিন্তা করার আর প্রয়োজন নেই। সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে তা নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকলে এই পদ্ধতি কাজে লাগিয়ে নিজেই দেখে নিন।