রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

চুল ঝরঝরে ও সজীব রাখতে ‘আলুর রস’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

আজকাল পরিবেশ দূষণ ও খাদ্যাভাসের কারণে চুল দ্রুত রুক্ষ হয়ে যায়। সুন্দর ও ঝলমলে চুল পেতে সবাই অনেক কিছুই করেন। তবে চুলের যত্নে তেল, শ্যাম্পু ছাড়াও আলুর রস ব্যবহার করলে বেশ উপকার হয়।

আলুতে জাদুকরী সৌন্দর্যবর্ধক উপাদান আছে যা ত্বক ও চুলের জন্য উপকারি। আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ রয়েছে যা চুল উজ্জ্বল ও সুন্দর করতে সাহায্য করে। তাছাড়া নিয়মিত আলুর রস লাগালে চুলের বৃদ্ধি ঠিক থাকে। চলুন জেনে নেয়া যাক যেভাবে তৈরি করবেন আলুর হেয়ার মাস্ক-

প্রথমে একটা মাঝারি আকৃতির আলু পানিতে ভালভাবে পরিষ্কার করে নিন। এবার এটিকে ব্লেন্ড করে আলুর রস বের করে নিন। রসগুলো একটা পাত্রে রাখুন। এবার এই রস চুলে ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু ব্যবহার করুন। নিয়মিত এটি চুলে ব্যবহারের ফলে চুল ঝরঝরে ও সজীব দেখাবে।