সন্তানের সঙ্গে প্রতিদিন বই পড়ুন, ভাল থাকবেন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২১ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

অবসর সময়ে আপনি হয়ত বাড়িতে বসে একটা স্মার্টফোনে মুখ গুজে থাকেন আর আপনার সন্তান আরো একটা স্মার্টফোনে মুখ গুজে থাকে। আজকাল বেশিরভাগ বাড়িতেই ছবিট এরকম। কিন্তু এর ফলে সম্পর্কের বাঁধন কিন্তু ক্রমশ ঢিলে হচ্ছে।
তার পরিবর্তে ছোটবেলা থেকেই সন্তানের সঙ্গে একসঙ্গে বই পড়ুন। এতে তার যেমন বইয়ের প্রতি ঝোঁক বাড়বে, সেরকমই আরো কাছাকাছি আসবেন আপনারা।
এক সমীক্ষায় দেখা গেছে সন্তানের সঙ্গে একসঙ্গে বই পড়লে বাবা-মার মধ্যে ধৈর্য্যশক্তি বাড়ে। ফলে সন্তানের কোনো দুষ্টুমিতে সহজে মেজাজ হারান না তারা। এর একটা বড় কারণ, সন্তানের সঙ্গে বই পড়ার অর্থ তাদের উপযোগী কোনো বই পড়া।
অর্থাত্ বেশ কিছুটা সময় আপনি ছোটদের ফ্যান্টাসি জগতে ঘুরে বেড়াবেন। মনও থাকবে ছোটদের মতো।
তাই প্রতিদিন কিছুটা সময় শিশু সন্তানের সঙ্গে একসঙ্গে বই পড়ার জন্য বরাদ্দ করুন। এর ফলে আপনার বাচ্চাও ইমোশনালি অনেক বেশি আপনার কাছাকাছি থাকবে। বাবা-সন্তানের মধ্যে অ্যাগ্রেসিভনেস অনেক কমবে।