মাসিক স্বাস্থ্য নিয়ে জনসচেতনতামূলক প্রচারণায় তিশা ও চঞ্চল
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৪ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
মেয়েদের প্রাকৃতিক ও স্বাভাবিক বিষয় মাসিক নিয়ে জনসচেতনতায় কাজ করা ‘ঋতু’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় দুই তারকা, নুসরাত ইমরোজ তিশা ও চঞ্চল চৌধুরী।
এরই অংশ হিসেবে ‘ঋতু’র বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণায় এখন থেকে দেখা যাবে তিশা ও চঞ্চলকে।
সম্প্রতি ‘ঋতু’র একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন জনপ্রিয় এই জুটি। শীঘ্রই দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বিজ্ঞাপনটি। পাশাপাশি, মাসিক বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রিন্ট মিডিয়ার একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাদেরকে।
বিজ্ঞাপনগুলো প্রচারের মূল উদ্দেশ্য হলো, মাসিক একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া এবং এ বিষয়ে অযথা সংকোচ বা কুসংস্কারের বিপরীতে যথাযথ সচেতনতা ও সঠিক স্বাস্থ্যব্যবস্থাপনা খুব জরুরি- এই বিষয়টি সবার কাছে তুলে ধরা।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ‘ঋতু’ প্রকল্প মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ‘ঋতু’ প্রকল্পে নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিমাভি লিড, রেডঅরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস স্ট্র্যাটেজিক এন্ড কমিউনিকেশন পার্টনার এবং নেদারল্যান্ডস ভিত্তিক গবেষণা সংস্থা টিএনও পার্টনার হিসেবে আছে।
এছাড়াও মাঠ পর্যায়ে বাস্তবায়ন পার্টনার হিসেবে কাজ করছে বিএনপিএস এবং ডিওআরপি।
