শুধু বাইরে নয় ঘরেও ব্যবহার করুন ‘সানস্ক্রিন’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১২ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

প্রতিদিন নানা কাজে ঘরের বাইরে যেতে হয় নারীদের। তাই ত্বক সুরক্ষায় সানস্ক্রিনের বিকল্প নেই। সূর্যের তাপ থেকে ত্বককে রক্ষা করে সানস্ক্রিন। কিন্তু জানেন কি, শুধু ঘরের বাইরে থাকলেই নয় ঘরের ভেতরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।
সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে অল্প বয়সে ত্বকে বার্ধক্যের ছাপ পড়া, বলিরেখা, ত্বকের স্থিতিস্থাপকতা কমে যাওয়া, গুরুতর মাত্রায় ‘পিগমেন্টেশন’ বা কালো হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে।এই রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের মারাত্মক ক্ষতিসাধন করে।
তাই শুধু ঘরের বাইরে নয়, ঘরের ভেতরেও ত্বক সুরক্ষায় সচেতন হতে হবে। আর তাই সানস্ক্রিন ব্যবহার করা খুব প্রয়োজন। সেক্ষেত্রে সানস্ক্রিন কেনার সময় দেখে নিন তাতে ‘কেওলিন ক্লে’ এবং অ্যালো ভেরা আছে কি না। কারণ এই উপাদানগুলো ত্বক থেকে দুষিত উপাদান অপসারণ করে ২৪ ঘণ্টা সুরক্ষা দেয়। আর ‘অর্গানিক সানস্ক্রিন’ ব্যবহার করলে এক টেবিল চামচ নিয়ে মুখে মাখতে হবে আর প্রতি দুতিন ঘণ্টা পর পর মুখ ধুয়ে আবার মাখতে হবে।