মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

কান উৎসবে স্বর্ণপাম জিতল দক্ষিণ কোরিয়ার `প্যারাসাইট`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৪ এএম, ২৭ মে ২০১৯ সোমবার

কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরে সর্বোচ্চ পুরস্কার পাম দ’র (স্বর্ণপাম) জিতেছে দক্ষিণ কোরিয়ার পরিচালক বোঙ জুন-হোর চলচ্চিত্র ‘প্যারাসাইট’। 

শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) শেষ হওয়া জমকালো অনুষ্ঠান কানের উদ্বোধন হয় গত ১৪ মে। 

কানে সেরা ছবি হওয়ায় দক্ষিণ কোরিয়ার পরিচালক বোঙ জুন-হোর হাতে স্বর্ণ পাম তুলে দেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ ও এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু।

 

এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারে প্রয়াত ফরাসি নারী নির্মাতা আনিয়েস ভারদাকে সম্মান জানানো হয়। ১২ দিনের এই উৎসবকে ঘিরে নতুন সব ছবি ও নানান আয়োজনে মুখর ছিল দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কান।