একনজরে ২০১৮ সালের চারটি গ্র্যান্ডস্লাম
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
পুরুষ একক
টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রানার-আপ
অস্ট্রেলিয়ান ওপেন রজার ফেদেরার মারিন সিলিচ
ফরাসি ওপেন রাফায়েল নাদাল ডমিনিক থিম
উইম্বলডন জোকোভিচ অ্যান্ডারসন
ইউএস ওপেন জোকোভিচ দেল পোত্রো
নারী একক
টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রানার-আপ
অস্ট্রেলিয়ান ওপেন ওজনিয়াকি সিমোনা হালেপ
ফরাসি ওপেন সিমোনা হালেপ স্লোয়ান স্টিভেন্স
উইম্বলডন অ্যাঞ্জেলিক কারবার সেরেনা
ইউএস ওপেন নাওমি ওসাকা সেরেনা
সর্বশেষ র্যাংকিং (শীর্ষ পাঁচ)
পুরুষ একক
র্যাংকিং খেলোয়াড়
১ নোভাক জোকোভিচ
২ রাফায়েল নাদাল
৩ রজার ফেদেরার
৪ আলেক্সান্ডার জভেরেভ
৫ হুয়ান মার্টিন দেল পোত্রো
নারী একক
র্যাংকিং খেলোয়াড়
১ সিমোনা হালেপ
২ অ্যাঞ্জেলিক কারবার
৩ ক্যারোলিন ওজনিয়াকি
৪ এলিনা সভিতোলিনা
৫ নাওমি ওসাকা
সেরার স্বীকৃতি এগিয়ে যেতে মানুষকে আরও বেশি অনুপ্রাণিত করে। প্রথমবারের মতো আইটিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এটা আমার পরিশ্রমের পুরস্কার। অবিশ্বাস্য একটি বছর পার করলাম। রোঁলা গাঁরোয় ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পর র্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ। এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না
-সিমোনা হালেপ
