মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

মামায় আপত্তি...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৭ মে ২০১৯ সোমবার

ছেলেবেলা থেকেই মানুষের উপকার করে আসছেন জাহিদ হাসান। তার এই উপকারের জন্য মহল্লার ছোট-বড় সবাই তাকে মামা বলে ডাকেন। এই মামা ডাকে আনন্দও পান তিনি। 

কিন্তু হঠাৎ করেই মামা শব্দটা তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ তিনি যে মেয়েকে পছন্দ করেন, সেই মেয়েও তাকে মামা ডাকতে শুরু করেছে। এমনই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক 'মামুন মামা'।

হাস্যরসাত্মক গল্পের এই নাটকটি লিখেছেন ফরহাদ লিমন, পরিচালনা করেছেন শেখ সেলিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, পিয়া বিপাশা, আনন্দ খালেদ, লায়লা হাসান, নাদিয়া ফারজানা, কাজী উজ্জ্বল, শম্পা নিজাম, ফরহাদ লিমন, মোশাররফ হোসেন প্রমুখ।

নির্মাতা বলেন, আরটিভিতে ঈদের দিন রাত ৮টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি।