মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানের একটি টিজার প্রকাশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২৭ মে ২০১৯ সোমবার

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান আসছে রোজার ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন। এবারের গানের অনুষ্ঠানের নাম ‘মন থেকে রইলো শুভ কামনা’। সম্প্রতি এটিএন বাংলার ফেসবুক পেজে অনুষ্ঠানের একটি টিজার প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে গাওয়া গানগুলোর প্রথম এক-দুই বাক্য গাইতে দেখা যায় এই শিল্পীকে।

জানা গেছে, এবার তিনি ১০টি গান গাইবেন। গানগুলো সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। তার গাওয়া গানগুলো হলো ‘ভুলে গেলে তুমি’, ‘মনের কারাগারে’, ‘শত চেষ্টাতেও’, ‘যে ক্ষতি’, ‘দেখছি যতই’, ‘আমার পৃথিবী’, ‘ফিরে এসো’, ‘চাঁদ মুখ’, ‘কোথায় হারালে’ ও ‘তুমি এক পা বাড়ালে’।

 

টিজারে বলা হয়, মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘মন থেকে রইলো শুভকামনা’ ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে।

এর আগে ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে সারা দেশে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেন ড. মাহফুজুর রহমান। তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের আলোচিত অনুষ্ঠানের স্থান দখল করে নেয়। সেই ধারাবাহিকতায় প্রতি ঈদেই একক গানের অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন তিনি।