শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬   মাঘ ৩ ১৪৩২   ২৮ রজব ১৪৪৭

ফ্রান্সে পার্সেল বোমা হামলায় আহত ১৩

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৬ মে ২০১৯ রোববার

ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিয়নের একটি ব্যস্ততম সড়কে পার্সেল বোমা হামলায় অন্তত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভিক্টর হুগো ও সালা সড়কে এ বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে একজন আট বছরের শিশুও রয়েছে। খবর বিবিসি'র।

এ হামলার পর সারা দেশের জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে এক সন্দেহভাজনের ছবিও প্রকাশ করেছে। কালো পোশাক করা আনুমানিক ৩০ বছর বয়সী ওই হামলাকারীর কাছে একটি কালো মাউন্টেন বাইসাইকেল ছিল।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অপর এক টুইটে হামলার ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।