সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অস্ত্রধারীদের গুলিতে নিহত ৩০
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৬ মে ২০১৯ রোববার

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অস্ত্রধারীদের গুলিতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের এক বিবৃতিতে শুক্রবার (২৪ মে) বলা হয়, বৃহস্পতিবার দেশটির সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
এসময় গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। এ ঘটনায় দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী থ্রি আর। ঘটনায় জড়িতদের ধরতে রেড এলার্ট জারি করেছে দেশটির সরকার।