সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জঙ্গলে পথ হারানোর দুই সপ্তাহ পর জীবিত উদ্ধার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৬ মে ২০১৯ রোববার

যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের গভীর জঙ্গলে হারিয়ে যাওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর উদ্ধার করা হয় এক যোগ ব্যায়াম প্রশিক্ষককে। তখন তিনি একেবারেই সুস্থ আর স্বাভাবিক ছিলেন।  

জানা গেছে, জঙ্গল থেকে বেঁচে বের হওয়ার জন্য পতাকার আদলে কাপড় টাঙিয়েছিলেন আমান্দা। যাতে করে তাকে খুঁজতে আসা হেলিকপ্টার সহজে তার অবস্থান জানতে পারে।

আমান্দা ইলার চলতি বছরের ৮ মে হারিয়ে যান ম্যাকাউ নামের ওই জঙ্গলের মধ্যে। পরে উদ্ধার কর্মীরা ১৬ দিন ধরে খোঁজার পর তাকে উদ্ধার করেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ৩৫ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করা হয়।