শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

রিয়ালে আরও একবছর ন্যাচো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১১ এএম, ২৬ মে ২০১৯ রোববার

নতুন মৌসুম শুরুর আগে চার বছরের জন্য টনি ক্রুসের চুক্তি বৃদ্ধির পর এবার ন্যাচো ফের্নান্দেজের চুক্তি নবায়নের কথা নিশ্চিত করেছে স্প্যারিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

চলমান চুক্তি অনুযায়ী ২০২১ সালে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ন্যাচো ফের্নান্দেজের। তবে ফর্মে থাকায় এ ডিফেন্ডারের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়েছে জিনেদিন জিদানের প্রশিক্ষিত ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন তিনি।