সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

`পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাদের হাত ভয়ে কাঁপছে`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০২ এএম, ২৬ মে ২০১৯ রোববার

ইরানের ইসলামী প্রচার সংস্থার সমন্বয় পরিষদের ইন্তিফাদা ও কুদস বিভাগের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের হাত ভয়ে কাঁপছে। 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হিসেবেও পরিচিত এই সেনা কর্মকর্তা শুক্রবার তেহরানের জুমা নামাজের খোতবার আগে দেয়া এক ভাষণে ওই মন্তব্য করেন। 

রামেজান শারিফ বলেন, ইরানের যোদ্ধারা অতীতের যে কোনো সময়ের চেয়ে শত্রুদের মোকাবেলা করতে বেশি প্রস্তুত রয়েছে। 

 

মার্কিন সরকারের ভয় দেখানোর কৌশলগুলোতে কোনো কাজ হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের (ভয়ে) ফ্যাকাশে দেখাচ্ছে!

তিনি এমন সময় এ মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বাড়তি মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। 

বৃহস্পতিবার তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে বাড়তি মার্কিন সেনা মোতায়েনের কোনো 'প্রয়োজন' তিনি দেখছেন না।  এর আগে ইরান-মার্কিন উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পেন্টাগনের বরাত দিয়ে নানা খবরে বলা হয়েছিল মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে দশ হাজার বাড়তি সেনা মোতায়েন করতে পারে।