রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

ঈদে অদ্ভুত ফ্যাশন! প্যান্টের সঙ্গে শাড়ি পরছে মেয়েরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২৬ মে ২০১৯ রোববার

শুধু ঈদ নয় কিটি পার্টি, বিয়ে বা বন্ধুদের জমকালো গেট টুগেদারে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনার জন্য চাই নতুন কিছু। সেটা হতে পারে শাড়িও! কিন্তু কেমন হয় প্রচলিত ট্রেডিশনাল শাড়ির থেকে বেরিয়ে আধুনিক ভাবে নিজেকে উপস্থাপন? এ ধরনেরই প্যান্ট শাড়ি এনেছে ফ্যাশন হাউজ প্রাইড লিমিটেড। জিন্স কিংবা প্যালাজ্জো স্টাইলের প্যান্টে একরঙা শাড়ি এবং কন্ট্রাস্ট ব্লাউজের এই ট্রেন্ড এখন ফ্যাশনে ইন! ঈদ বাজারে বেশ জনপ্রিয়তাও পেয়েছে, ছবিতে দেখে নিন-

 

পোশাক : প্রাইড লিমিটেড

পোশাক : প্রাইড লিমিটেড

 

পোশাক : ফ্রাইড লিমিটেড

পোশাক : ফ্রাইড লিমিটেড

 

পোশাক : ফ্রাইড লিমিটেড

পোশাক : ফ্রাইড লিমিটেড

 

পোশাক : প্রাইড লিমিটেড

পোশাক : প্রাইড লিমিটেড