বুধবার   ১৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৮ ১৪৩২   ১৮ সফর ১৪৪৭

যে ২৫ পাসওয়ার্ড ব্যবহার করলে ঝুকিতে পড়বে আপনার একাউন্ট

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

অনলাইনের এই যুগে প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন সাইটে নিবন্ধন করতে হচ্ছে। সহজে মনে রাখার সুবিধার্থে অনেকেই সাদামাটা পাসওয়ার্ড দিয়ে রাখেন। এছাড়াও অনেক ক্ষেত্রে আবার একই পাসওয়ার্ড বিভিন্ন সাইটে দিয়ে নিবন্ধন করে থাকেন ব্যবহারকারীরা। 

ফলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য হাতিয়ে নিতে পারে।২০১৬ সালে পাবলিক ডোমেইনে ফাঁস হওয়া ১০ মিলিয়ন পাসওয়ার্ড বিশ্লেষণ করে ভারতের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স দল।

বিগত বছরের পাসওয়ার্ডগুলো যাচাই করে সম্প্রতি তারা বিপজ্জনক ২৫টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে। নিরাপত্তা বিশ্লেষকরা এই পাসওয়ার্ডগুলো ব্যবহার না করার পরামর্শ দিয়ে বলেছেন, পাসওয়ার্ড কিছুটা কঠিন হলে ভালো হয়। এক্ষেত্রে নম্বর, শব্দ ও সিম্বল ব্যবহার করা উচিত বলে মত দেন বিশ্লেষকরা। চলুন দেখে নেওয়া যাক ২৫টি পাসওয়ার্ডের তালিকা।

• 123456
• 123456789
• 666666
• 18atcskd2w
• 7777777
• 111111
• 1234567890
• 1234567
• password
• 123123
• 987654321
• Qwertyuiop
• 1q2w3e4r
• 654321
• 555555
• 3rjs1la7qe
• google
• mynoob
• 123321
• 1q2w3e4r5t
• 123qwe
• zxcvbnm
• 1q2w3e
• qwerty
• 123456
78