ঘড়িটির দাম ৫০০ কোটি টাকা!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

সৌখিন মানুষদের পছন্দের অন্যতম ঘড়ি। ঘড়ি নিয়ে নানা কাহিনী রয়েছে। বেশিরভাগ মানুষ স্রেফ টাইম দেখার জন্য ঘড়ি ব্যবহার করেন। তবে সমাজে অনেক মানুষ রয়েছে যারা নানা দামি জিনিস ব্যবহার করে থাকেন। কিন্তু সেই ঘড়ি কত দামি হতে পারে?
পৃথিবীর সবচেয়ে দামি ঘড়ি কোনটি? এমন প্রশ্ন আপনার মনে আসতেই পারে। কিন্তু তার উত্তরে হয়তো অবাক হতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি ঘড়িটির মূল ৫৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা!
যুক্তরাজ্যের বিশ্বখ্যাত জুয়েলারি কোম্পানি ‘গ্রাফ’ এই ঘড়িটি তৈরি করে। লন্ডনভিত্তিক এ প্রতিষ্ঠানটি জুয়েলারি তৈরিতে বিশেষ নকশা আর দামি দামি বস্তু ব্যবহারের রয়েছে সুখ্যাতি।
কোম্পানির নামেই প্রতিষ্ঠানটি ‘গ্রাফ ডায়মন্ডস’ ঘড়িটি তৈরি করে। এটি বিশ্বের অন্যতম বিলাসবহুল, দুর্লভ ও ব্যয়বহুল ঘড়ি।
ঘড়িটিতে তৈরি করা হয়েছে প্লাটিনাম দিয়ে। এতে ১০০ ক্যারেটের কয়েক’শ হীরা ব্যবহার করা হয়েছে। নানা রংয়ের হীরা ব্যবহার করায় ঘড়িটিতে একসঙ্গে বহু রং ফুটে ওঠে।
বিখ্যাত মার্কিন সাময়িকী ব্লুমবার্গ ২০১৪ সালে এই ঘড়িটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এরপরই বিষয়টি নিয়ে দুনিয়াজুড়ে হইচই পড়ে যায়।