সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৯

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৯ এএম, ২৫ মে ২০১৯ শনিবার

ভারতের গুজরাটের সুরতে একটি কোচিং সেন্টারে আগুনে ১৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সুরতের তক্ষশীলা নামের ওই বাণিজ্যিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া ট্যুডে'র।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, “আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে তৃতীয় ও চতুর্থ তলা থেকে শিক্ষার্থীরা নিচে লাফিয়ে পড়েছে। অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।”

এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগুনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে গুজরাট রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।