সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

এবার ভারতেও নিষিদ্ধ হল জঙ্গি সংগঠন জেএমবি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৫ এএম, ২৫ মে ২০১৯ শনিবার

বাংলাদেশের পর এবার ভারতেও নিষিদ্ধ হল জঙ্গি সংগঠন ‘জামাতুল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। 

শুক্রবার (২৪ মে) ভারত সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে।

বাংলাদেশ সরকার  জঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।

 

জানা গেছে, আন ল’ফুল প্রিভেনশন অ্যাক্ট (ইউএপিএ), ১৯৬৭ অনুযায়ী জেএমবি-কে নিষিদ্ধ করে ভারত সরকার।

নির্দেশিকা অনুসারে, বেআইনি কার্যকলাপরোধী আইন ১৯৬৭ অনুসারে সহিংসতা ও নাশকতা ছাড়ানোর জন্য নিষিদ্ধ করা হয়েছে সংগঠনটিকে।

নির্দেশিকায় বলা হয়েছে, জেএমবির বিভিন্ন শাখা ‘জামাতুল মুজাহিদিন ভারত’ এবং  ‘জামাতুল মুজাহিদিন হিন্দুস্থান’ দেশের তরুণ প্রজন্মকে সন্ত্রাসবাদ এবং নাশকতামূলক কাজে প্ররোচিত করছে, এবং চরমপন্থার প্রসার ঘটাচ্ছে। 

২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ ও ২০১৮ সালে বুদ্ধ গয়ার  বিস্ফোরণে জেএমবির যুক্ত থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ফলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ও তার শাখা সংগঠন জামাতুল মুজাহিদিন হিন্দুস্থানকে নিষিদ্ধ করা হল।