মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

দর্শকদের সঙ্গে অভিনয়ে অপূর্ব-মিথিলা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২৫ মে ২০১৯ শনিবার

প্রতি ঈদেই ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বর্ণাঢ্য আয়োজন থাকে। এবারো তার ব্যতিক্রম ঘটছে না। এবারের আয়োজনে অন্যতম চমক হিসেবে থাকছে অপূর্ব ও মিথিলার দর্শকদের সঙ্গে সরাসরি অভিনয়।


নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্র জানায়, ‘ইত্যাদি’র নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের এই আয়োজনে নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবার বাছাই করা হয়েছে দর্শক পর্বের জন্য ৪ জনকে। এই দর্শকদের সঙ্গে সরাসরি অভিনয়ের জন্য অংশগ্রহণ করেছেন অপূর্ব ও মিথিলা।

অভিনেতা-অভিনেত্রী না হয়েও নির্বাচিত দর্শকরা তাৎক্ষণিকভাবে অপূর্ব ও মিথিলার সঙ্গে চমৎকার অভিনয় করেন, যা পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনুষ্ঠানটির প্রধান হানিফ সংকেত।

 
বারবরের মতো এবারো ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। প্রতিবারের মতো এবারের ঈদের বিশেষ পর্বটি প্রচার হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়।