রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

ঈদে নতুন ট্রেন্ড ‘ব্লক কটন’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

ঈদে গরমকে মাথায় রেখে আরামদায়ক পোশাক তৈরি করেছেন সব ডিজাইনার। এবারের ঈদে ব্লক প্রিন্ট ও কটন কাপড়ের মাধ্যমে ঈদে ভিন্ন-ধারার পোশাক বাজারে এনেছে ‘ফার্স্ট ফ্যাশন স্টার্টআপ অরাম বাংলাদেশ’। অরামের তৈরি এই পোশাক এতটাই আরামদায়ক হবে যা গরমে ঘোরাঘুরি ও আড্ডায় এনে দেবে প্রশান্তি।

ট্রেন্ডি আউট-ফিট, মিনিমালিস্টিক কালার টোন, সিগনেচার প্যাটার্ন আর আবহাওয়ার ভিন্নতায় কটন কাপড়ের ওপর নকশা তৈরি করা হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে পোশাকে করা হয়েছে নজরকাড়া ডিজাইন। আবার ক্রেতাদের পোষাকে স্বাচ্ছন্দ্যবোধের দিকেও খেয়াল রাখা হয়েছে।

ঈদ উৎসবে বিকালের দিকে উষ্ণ আবহাওয়াতে ঘোরাঘুরি আর পারিবারিক আড্ডায় অরামের পোশাকগুলো দারুণ মনোমুগ্ধকর। এই পোশাকগুলো রিটেইল স্টোর ও অনলাইন থেকে কেনা যাবে। তাছাড়া অরামের সাইট থেকে প্রিঅর্ডার করা যাবে বিভিন্ন পোশাক।