মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

আবারো নিয়মিত হচ্ছেন কারিশ্মা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৮ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

বলিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা করিশ্মা কাপুরকে সবশেষ দেখা গেছে শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে। তাও সাত বছর আগে। শোনা যাচ্ছে এই অভিনেত্রী আবারো অভিনয়ে নিয়মিত হচ্ছেন। দীর্ঘদিন নিজেকে একেবারে গুটিয়ে রাখার পর, নানা রকম বিজ্ঞাপন, ফ্যাশন ইভেন্ট, এনমকী সিনেমার অতিথি শিল্পী হিসেবেও তাকে দেখতে পাওয়া যাবে বলেই ধারণা বলি পাড়ায়। 

সম্প্রতি একটি ডিজিটাল মুভিতেও নাকি কাজ করেছেন কারিশ্মা। ‘মেন্টালহুড’ নামের ছবিতে তিনি অভিনয় করছেন মীরা শর্মা-র চরিত্রে। যিনি তার যাবতীয় আবেগ শেয়ার করেন তার ব্লগে। ছবিতে দীর্ঘদিন দেখতে না-পাওয়া প্রসঙ্গে করিশ্মা জানান, দুটো সন্তান, সংসারকে সময় দিতে গিয়েই দিন চলে যেত। তাই এটা আমারই ইচ্ছে ছিল, আপাতত ছবি করব না। এখন ওরা একটু বড় হয়ে গিয়েছে। তাই আবার কাজ করতে আমার কোনো সমস্যা নেই। আর ওরা দেখি আমার কাজ করতে দেখে বেশ খুশিই হয়। 

 

১৯৯৭ থেকে ’৯৯, কারিশ্মার ‘দিল তো পাগল হ্যায়’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘বিবি নাম্বার ওয়ান’ ছিল দারুণ হিট। ২০০০-এ ‘ফিজা’, ২০০১-এ ‘জুবেদা’ করার পর, ২০০৪ সালে কাজ থেকে একেবারের নিজেকে সরিয়ে নিয়ে ছিলেন তিনি। এর মাঝে ২০০৩ সালে বিয়ে করেন সঞ্জয় কাপুরকে। শামিরা, কিয়ান দুই সন্তান হওয়ার পর, ২০১৬ সালে তার বিচ্ছেদ হয়ে যায় সঞ্জয়ের সঙ্গে। 

এর মাঝে যদিও ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ নামে এক থ্রিলার ছবিতে কাজ করেছিলেন করিশ্মা। কিন্তু ওই নামমাত্র একটিই। তবে আপাতত সব ভুলে, সব ঝেড়ে ফেলে ফের কাজে ফিরছেন তিনি।