সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জুভেন্টাসের কোচ হতে রাজি নন আনসেলত্তি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে যোগাযোগের গুজব শোনা গেলেও আরও দুই বছর নাপোলিতেই থাকতে চান কার্লো আনসেলত্তি। জুভেন্টাসের বিদায়ী কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির বদলি হিসেবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তার এগিয়ে থাকার খবর অবশ্য আগেই ছিল। 

১৯৯৯-২০০১ সাল পর্যন্ত তুরিনে সফল কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এসি মিলান ও রিয়াল মাদ্রিদের এই সাবেক কোচ। এবারের মৌসুমে নাপোলি ভালো কিছু করতে না পারলেও তিনি এই দলকেই আগামী দুই বছরে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নেমেছেন। 

তিন বছরের চুক্তির শর্তে তিনি আরও দুই মৌসুম নাপোলিতেই কাটাতে চান। এই সম্পর্কে আনসেলত্তি বলেন, 'আশা করছি নাপোলির সঙ্গে চুক্তি এই মাসেই আরও শক্তিশালি হবে। ক্লাবের সঙ্গে আমি জড়িয়ে গিয়েছি, যে কারণে আরও দুই বছর এখানে থাকতে চাই। এখানকার সময়টাও আমি বেশ উপভোগ করছি।'