সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

পরমাণু বোমাবাহী ৬ রুশ যুদ্ধবিমান ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩১ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

শীতল যুদ্ধের সময় থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে কীভাবে একে অপরকে ঘায়েল করবে; প্রধান নিশানাইবা কী হবে, তা নিয়ে পরিকল্পনা এঁটে চলেছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে পরমাণু বোমাবাহী ৬টি রুশ যুদ্ধবিমান ঢুকে পড়েছিলো। পরে বিমানগুলোকে ধাওয়া দিয়ে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রের এফ-২২ স্টিলথ বিমান। 

সোমবার রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

উত্তর আমেরিকা আকাশ প্রতিরক্ষা কমান্ডের (এনওআরএডি) এফ-২২ স্টিলথ বিমান ওই রুশ বিমানগুলোকে ধাওয়া করে। রুশ বিমানগুলোর মধ্যে চারটি ছিল বোমারু বিমান ও দুইটি যুদ্ধবিমান।

 

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন, এছাড়া দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রাশিয়ার ওই বোমারু ও যুদ্ধবিমানগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করার পর ধাওয়া করা হয়। আলাস্কার পশ্চিম উপকূল থেকে যা আনুমানিক ২০০ মাইল দূরে অবস্থিত।