সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

মোদির এগিয়ে থাকার খবরে রেকর্ড উচ্চতায় ভারতের শেয়ারবাজার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৬ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

ভারতের ১৭ লোকসভা নির্বাচনের ফল গণনার পর থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে নরেন্দ্র মোদির এনডিএ জোট। লোকসভা ভোটের এই প্রবণতা প্রকাশ পেতেই চড়চড় করে বেড়ে গেছে দেশটির শেয়ার বাজার। 

এদিন, লোকসভা ভোটের ফল প্রকাশ শুরু হতেই সেনসেক্স ৪০ হাজার ছুঁয়ে ফেলে। ৭৯১ পয়েন্ট বেড়ে সেনসেক্স রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। নিফটি-ও রেকর্ড উচ্চতায় উঠে ১১,৯৬৮.৯৫ হয়েছে।

বিশেষ করে ব্যাংকিং সেক্টর লক্ষণীয় ভাবে বেড়েছে। এই প্রথম নিফটি-র ব্যাংক ইনডেক্স ৩১ হাজার পেরিয়ে গেছে। সেনসেক্সে সবচেয়ে ভালো পারফর্ম করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি, লার্সেন অ্যান্ড টুব্রো, আইসিআইসিআই ব্যাংক ও ইন্দাসইন্ড ব্যাংক।