সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আবারও উত্তপ্ত বিতর্কিত দক্ষিণ চীনা সাগর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২০ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক। একদিকে যখন বাণিজ্য যুদ্ধ নিয়ে উত্তাল দুই দেশ, সেই সময়ে আবারও বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ডেস্ট্রয়ার পাঠাল যুক্তরাষ্ট্র। আর দক্ষিণ চীন সাগরে এভাবে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতির বিষয়ে আবারও মার্কিন প্রশাসনকে সতর্ক করল বেইজিং।

এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপত্র জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে ডেস্ট্রয়ার পাঠিয়ে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। সেই হুঁশিয়ারি উড়িয়ে আগেই মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাইডেড ক্ষেপণাস্ত্রে সজ্জিত ডেস্ট্রয়ার “ইউএসএস প্রেবল” দক্ষিণ চীন সাগরে পাঠানো হয়েছে। গত এক মাসে দক্ষিণ চীন সাগরে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সামরিক তৎপরতা।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর মালিকানা নিয়ে বেইজিং'র সঙ্গে তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন ও ব্রুনেই’র বিরোধ রয়েছে। বেইজিং দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশের মালিকানা দাবি করে আসছে।