সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক টুইট বার্তায় মোদিকে এ অভিনন্দন জানান।

ওই টুইট বার্তায় ট্রাম্প লিখেন, নির্বাচনে বিশাল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাষ্ট্র আর ভারতের যেসব যৌথ অংশীদারিত্ব ইস্যু রয়েছে, সেগুলোতে মোদি হবেন কর্ণধার।

টুইটে মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। ২০১৪ সালের তুলনায় আরো বেশি আসনে বিজয়ের মাধ্যমে ফের ক্ষমতায় এলেন মোদি।