বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

সব শ্রমিকদের বেতন ২ জুনের মধ্যে পরিশোধের আহ্বান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২২ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

চলতি মাসের ৩০ তারিখের মধ্যে গার্মেন্টসসহ সব শ্রমিকদের বোনাস আর ২ জুনের মধ্যে বেতন পরিশোধ করতে আহ্বান জানিয়েছে শ্রম মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটি।   

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির ৪২তম বৈঠকে দেশের গার্মেন্টসসহ সব শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের প্রতি এ আহ্বান জানানো হয়।   

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয়ের সচিব উম্মে হাসনা, বিজিএমইএ সভাপতি রুবানা হকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বৈঠক সূত্র জানায়, কোর কমিটির সভাপতি শ্রম প্রতিমন্ত্রী দেশের গার্মেন্টস শ্রমিকসহ সব শ্রমিকদের ৩০ মে’র মধ্যে উৎসব ভাতা (বোনাস) এবং আগামী ২ জুনের মধ্যে বেতন প্রদানের আহবান জানান। 

 

একই সঙ্গে বৈঠকে সড়ক-মহাসড়ক এবং রেল ও নৌপথের যানজট এড়াতে  শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি প্রদানের আহবান জানানো হয়।