সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

বিজেপির নিরঙ্কুশ জয়, ২৯ মে শপথ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০০ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন ক্ষমতাসীন দল বিজেপি ও এর নেতৃত্বাধীন জোট এনডিএ’র নেতাকর্মীরা। আগামী ২৯ মে মোদির শপথ নেয়ার কথা রয়েছে। খবর- এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার।

নির্বাচনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৪৯টি আসন পেতে চলেছে। এর মধ্যে বিজেপি একাই আসন পেয়েছে ৩০০’র বেশি। 

 

এদিকে জয়ের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং বিশ্ব নেতারা মোদিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইটে মোদি বলেছেন, ভারত আবার জিতে গেল। আমরা একসঙ্গে লড়বো। একসঙ্গে সমৃদ্ধ হবো। আমরা একত্রে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভারত গড়বো। ভারত আবারো জয়ী হয়েছে। বিজয় ভারত।  

অন্যদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ভারতের শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। স্টক মার্কেটের মূল্যসূচক ছাড়িয়ে যাওয়ার রেকর্ড করে। 

এর আগে ২০১৪ সালে দেশটির লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, এনডিএ’র আসন দাঁড়িয়েছিল ৩৩৬। 

সে সময় চাওয়ালা পরিচয় দিয়ে ভারতের মসনদে বসেছিলেন মোদি। আর এবার ভোটের আগে শাসক পরিচয়ের বদলে নিজেকে চৌকিদার হিসেবে তুলে ধরেন তিনি।