ঈদে বাংলায় টাইটানিক
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর অন্যতম টাইটানিক। এবার টাইটানিক দেখানো হবে স্যাটেলাইট টেলিভিশনে। ঈদের দিন দুপুর ৩ টায় সিনেমাটি প্রচারিত হবে এটিএন বাংলায়।
মুভিটি ইংরেজি ভাষায় হলেও দর্শকদের জন্য বাংলা ডাবিং করে দেখানো হবে টিভিতে। টাইটানিক ছাড়াও এবারের ঈদের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় আরও ৪টি বাংলায় ডাবিংকৃত হলিউড মুভি প্রচারিত হবে।
ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে হলিউড মুভি 'ব্রেভহার্ট', পরিচালনা- মেল গিভসন।
