মোদীর ‘বিশাল জয়ে’ সুষমার অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

ভারতের লোকসভা নির্বাচনে এখন অবধি পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন জোট বিজেপি। এতে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে চলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার দুপুরে তিনি এই টুইট করেন।
টুইটের অভিনন্দন বার্তায় সুষমা স্বরাজ লিখেছেন, বিজেপিকে এই বিশাল জয় এনে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক অনেক অভিনন্দন।
একইসঙ্গে ভোট দিয়ে জয়ী করার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।