মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

৩৬ থেকে ৪৪ করাটাই ভুল ছিল: সানাই

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

গত বছর ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী সানাই মাহাবুব। এরপর বেশ কয়েকটি মিউজিক ভিডিওর মডেল ও সিনেমায় সই করেছেন তিনি। কিন্তু কাজগুলো খুব বেশি আলোচিত হয়নি। এবার সানাই জানালেন, ঈদে বেশ বড় ধামাকা নিয়ে আসছেন তিনি।

সানাই মাহাবুব বলেন, কয়েকদিন আগেই একটা আইটেম গানের শুটিং করলাম। কাজটা বেশ ভালো হয়েছে। গানের নাম- দেশলাই, ভিডিওতে আমার সঙ্গে চলচ্চিত্রের খলনায়ক ডনও আছেন। পরিচালনা করছেন এ কে আজাদ। এই গানটা আশা করছি অনেক বড় ধামাকা হবে এই ঈদে।

জানা যায়, ব্রেস্ট ইমপ্ল্যান্টের কারণে প্রায় ছয় মাস তাকে ঘরের মধ্যে ‌‘বন্দী’ থাকতে হয়েছে তাকে। মানুষের অত্যাচারে বাসাও বদল করেছেন। বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় গিয়েও থাকতে হয়েছে। সানাই বলেন, ফেসবুকে বোরকা পরা ছবি দিচ্ছি, তাতে যে ধরনের মন্তব্য পাচ্ছি, আবার হাফপ্যান্ট পরা ছবি দিলে একই ধরনের মন্তব্য। 

মানুষের অত্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান সানাই। তার কথায়, এমন অবস্থা হবে বলে জানতে পারলে তিনি ‘৩৬ থেকে ৪৪’ করতেন না। এটা ভুল সিদ্ধান্ত ছিল।