শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

বিশ্বের সেরা যৌন আবেদনময় পুরুষ ইদ্রিস এলবা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

মার্কিন সেলিব্রেটি সাময়িকী পিপলের জরিপে বিশ্বের সেরা যৌন আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছেন ব্রিটিশ গায়ক, অভিনেতা ও নির্মাতা ইদ্রিস এলবা।

এমন উপাধি পেয়ে সম্মানিত বোধ করেছেন ৪৬ বছরের এলবা। তিনি মজা করে বলেছেন, খবরটি শোনার পর মনে হয়েছে, 'আসলেই? আয়নায় দাঁড়িয়ে নিজেকে আবার ভালো করে দেখেছি। তখন মনে মনে নিজেকে বলেছি, 'হ্যাঁ তোমাকে আজ সেক্সি লাগছে।' তবে সত্যি বলতে এটা খুবই সুন্দর অনুভূতি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, কে ভাবতে পেরেছিল এটা। পিপল সাময়িকী ও সব ভক্তদের ধন্যবাদ। আমি সম্মানিত ও কৃতজ্ঞ। 

গত বছর এ খেতাব পেয়েছিলেন মার্কিন গায়ক ব্লেক শেলটন। এ বছর ইদ্রিস এলবাকে এ খেতাব দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। সূত্র: গার্ডিয়ান