শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

স্পেনে শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

স্পেনে কর ফাঁকির অভিযোগ উঠল গায়িকা শাকিরার বিরুদ্ধে। সে দেশের সরকারি আইনজীবীর দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামোসের নাগরিক হিসেবে দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন কলম্বিয়ান এই গায়িকা। এভাবে তিনি মোট ১৪.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে দাবি স্পেন সরকারের।

২০১৫ সাল থেকে বাহামোস ছেড়ে পার্টনার বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বসবাস করছেন শাকিরা। তাঁদের দুই সস্তানও আছে।

যদিও সরকারি আইনজীবীর বক্তব্য, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বার্সেলোনায় বসবাস করেছেন গায়িকা। এই ক'বছরে স্বল্প সময়ের জন্য বিদেশ সফর ছাড়া অধিকাংশ সময় স্পেনেই সময় কাটিয়েছেন নায়িকা। সুতরাং এই সে বছরগুলোতে ব্যক্তিগত আয়ের ওপর স্পেন সরকারকে কর দিতে হবে তাকে।

শাকিরার বিরুদ্ধে মামলার শুরু করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ সরকার পক্ষের হাতে আছে কি না, এক বিচারকই তা ঠিক করবেন।

এই অভিযোগ সম্পর্কে এখনই কোনও মন্তব্য করতে চাননি গায়িকার মুখপাত্র।