শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

তিন গোলে এগিয়েও মোহামেডানের ড্র

ক্রিড়া ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২০ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

টানা দুই ম্যাচ জয়ের পর হোঁচট খেয়েছে মোহামেডান। প্রিমিয়ার ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিন গোলে এগিয়ে গিয়েও তারা জিততে পারেনি। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

এ ড্রয়ে ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে মোহামেডান। ৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই ব্রাদার্স।

২৩ মিনিটে তকলিসের গোলে এগিয়ে যায় মোহামেডান। প্রথমার্ধের শেষ দিকে মোহামেডান দুটি গোল আদায় করে ব্যবধান ৩-০ করে। ৪২ ও ৪৪ মিনিটে দুটি গোলই করেছেন ইউসুফ সিফাত। ৬৮ মিনিট পর্যন্ত ৩ গোলে এগিয়ে থাকার পর মোহামেডান শিবিরে হ্যাটট্রিক জয়ের হাতছানি।

কিন্তু এর পরই ভোজবাজির মতো ম্যাচটি বদলে দেয় কমলাজার্সিধারীরা। ম্যাচটি স্থানীয়দের জন্য ছিল পোয়াবারো। ম্যাচের ৬ গোলের সবগুলোই করেছেন স্থানীয় ফুটবলাররা। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এমনটি এখন কমই দেখা যায়। ব্রাদার্সের জোড়া গোল করেছেন মান্নাফ রাব্বি, একটি করেছেন শফিকুল ইসলাম শফি।