শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

রাসেলের বাউন্সারে আঘাত পেয়ে হাসপাতালে উসমান খাজা

ক্রিড়া ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৯ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আন্দ্রে রাসেলের বাউন্সারে মুখে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা উসমান খাজা। বুধবার প্রস্তুতি ম্যাচে আন্দ্রে রাসেলের বাউন্সারের শিকার হন খাজা।

ইংল্যান্ডের সাউথাম্পটনের নার্সারি গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। এদিন রাসেলের দেয়া ডেলিভারিটি সরাসরি আঘাত হানে উসমান খাজার হেলমেটে।

চোটাক্রান্ত উসমান খাজাকে দ্রুত হাসপতালের পাঠানো হয়। তিনি মুখে বড় ধরনের আঘাত পেয়েছেন। তার মুখে স্ক্যান করা হয়।

ব্যক্তিগত ৫১ রানে থাকা অবস্থায় আন্দ্রে রাসেলের করা একটি ডেলিভারি সরাসরি আঘাত হানে উসমান খাজার হেলমেটে। আন অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।