কাপড় ধোয়ার সহজ উপায়
লাইফস্টাইল ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৯ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

দৈনন্দিন জীবনে হাজারো ব্যস্ততার মাঝেও কিছু কিছু কাজ এমন থাকে যা বাদ দেয়া যায় না। জামা কাপড় ধোয়া তেমনই একটি কাজ। জামা কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তাই ব্যস্ততা যতই থাকুক না কেন, পোশাক পরা বা আলমারিতে রাখার সময় তা কতটা পরিষ্কার তা দেখে নেয়া উচিত। কিন্তু কাপড় ধোয়া অনেক কষ্টের কাজ। তাই এই সমস্যার সমাধানের রয়েছে কিছু উপায়। চলুন তবে জেনে নেয়া যাক উপায়গুলো-
১. সব ডিটারজেন্ট এক রকমের কাজ করে না। তাই মালটিপারপস ডিটারজেন্ট কিনুন, যাতে সেই ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচলে দাগও উঠে আবার পোশাকের ক্ষতিও না হয়। বিশেষ করে জামার কলারের দাগ পরিষ্কার হচ্ছে কি না দেখুন।
২. কতটা ডিটারজেন্ট ব্যবহার করবেন, তার উপরেও অনেক কিছু নির্ভর করে। অনেকে মনে করেন, বেশি ডিটারজেন্ট ব্যবহার করলেই পরিষ্কার বেশি হয়। এই ধারণাটি ভুল। বরং এতে পোশাকের ক্ষতি হতে পারে।
৩. জিন্স বা কালো টি শার্ট বা যে ধরনের কাপড়ের রং মলিন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেগুলো উল্টো করে কাচুন। এতে কাপড় ও রং দুটোই ভাল থাকে।
৪. ওয়াশিং মেশিনের ড্রায়ারে ভিজা পোশাক ঢোকানোর আগে সেগুলোকে ভাল করে ঝাঁকিয়ে পানি ঝরিয়ে নিন। এতে কাপড়ের মান ভাল থাকবে এবং কুঁচকে যাবে না।
৫. পোশাকে কোনও দাগ লেগে গেলে অপেক্ষা করবেন না। সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। নইলে দাগ বসে যাবে।
৬. ওয়াশিং মেশিনে একসঙ্গে অনেক কাপড় কাচবেন না। একসঙ্গে অনেক পোশাক কাচলে তা ঠিক মতো পরিষ্কার হয় না।