সদ্যোজাতকে গাড়িতে ফেলে গেলেন বাবা-মা, অতঃপর...
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৬ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

মনে একরাশ আনন্দ নিয়ে হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা-মা। কিন্তু ছন্দপতন হল অস্বাভাবিক এক কারণে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে ট্যাক্সি থেকে সব নামানো হল, নেমে গেলেন বাবা-মাও। কিন্তু নিজেদের সদ্যোজাতকে গাড়ি থেকে নামাতে ভুলে গেলেন তারা।
ঘটনাটি ঘটেছে জার্মানিতে। এবং সম্ভবত এটাই ওই দম্পতির সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা।
হামবুর্গ পুলিশ জানিয়েছে, গেল সোমবার হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন ওই দম্পতি। মালপত্র নামিয়ে নিজেরা নেমে ভাড়া দেন তারা। বাড়িতে ঢোকার পর তাদের মনে পড়ে সদ্যোজাতকেই নামানো হয়নি। ততক্ষণে ওই ট্যাক্সি চলে গেছে অন্য কোথাও। একটি আন্ডারগ্রাউন্ড গ্যারাজে গাড়ি রেখে দুপুরের খাবার খেতে চলে যান চালক। ফিরে আসার পর নতুন এক প্যাসেঞ্জারকে তোলার সময় বাচ্চার কান্নার আওয়াজ পান তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন। পরে পুলিশের তৎপরতায় সদ্যোজাতকে ফিরে পান ওই দম্পতি।