মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

মুখ বন্ধ রাখতে জীবনটাই নিয়ে নিল খুনিরা!

আন্তর্জাতিক ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

একটি লুটপাট গ্রুপ। গ্রুপটির সদস্য ছিলেন ১৪ বছরের এক কিশোরী (আরিয়ানা)। সে বিভিন্ন সময় ওই গ্রুপের সঙ্গে মিলে নানা অভিযানে যেত। মূলত মানুষের মালামাল ছিনিয়ে নেয়াই ছিল তাদের পেশা। এই পেশায় মেয়েটি বহুদিন। একসঙ্গে থাকতেন আর এই কাজ করতেন।

শেষমেশ এমনই একটি অপারেশনে গিয়ে মৃত্যু হয় মেয়েটির (আরিয়ানা)। কোনো স্বাভাবিক নিয়মে নয় বরং মুখ বন্ধ রাখতে গিয়ে তার জীবনটাই নিয়ে নিলেন সহকারী খুনিরা! এই ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের আশাপাশ এলাকায়। জানা যায়, তারা সবাই সেখানকার বাসিন্দা। 
 
মেয়েটির নির্মম মৃত্যুর কাহিনী শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। তাহলে শুনুন সে কাহিনী। ঘটনার কয়েক দিন আগে পুরো গ্রুপটি একটি লুটপাটের অপারেশন চালানোর জন্য ঘটনাস্থলে যায়। সেখানে তারা এক ব্যক্তিকে প্রচণ্ড মারধর করে। বিনিময়ে তার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেয়। কিন্তু ঘটনাক্রমে ওই ভদ্রলোকটির (যার জিনিস ছিনিয়ে নেয়া হচ্ছিল) পরিচিত ছিলেন মেয়েটি। প্রথমে মেয়েটিকে তিনি চিনতে না পারলেও পরে ঠিকই চেনেন লোকটি। 

এদিকে, মেয়েটিও লোকটিকে দেখে চিনতে পারেন। সে তার খুব পরিচিত। তাই মেয়েটি গ্রুপের বাকি মেম্বারদের অনুরোধ করেন, তাকে ছেড়ে দেয়ার জন্য। কিন্তু কে শুনে কার কথা? তারা পালাক্রমে মারধর করেই যাচ্ছিলেন, আর তার সব কিছু ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু এক পর্যায়ে ছিনতাইকারীদের মনে হয়, মেয়েটিকে বাঁচিয়ে রাখলে তারা বিপদে পড়তে পারেন। তাই সবাই মিলে তাকে নগ্ন করে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে খুন করেন। অবশ্য এর আগে নাকি তারা সম্মিলিতভাবে মেয়েটির সঙ্গে যৌন সম্পর্কও স্থাপন করে। তারপর তার মরদেহ একটি টানেলের ভিতরে ফেলে রেখে পালিয়ে যায়। 
 
মেয়েটির (আরিয়ানা) মূল অপরাধ ছিল, সে ওই লোকটির পরিচিত ছিলেন। পরে ১৪ বছরের মেয়েটির (আরিয়ান ফুনেস দিয়াজ) মৃতদেহ পাওয়া যায়। মেয়েটি পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দিতে পারে, এই ভয়েই নাকি তাকে খুন করা হয়েছে। যাতে কোনোভাবেই পুলিশের কাছে গিয়ে কেউ মুখ খুলতে না পারে। তাই মুখ বন্ধ করতে গিয়ে একেবারে শেষ করে দিলেন মেয়েটির জীবন।
  
এদিকে, এরই মধ্যে পুলিশ মেয়েটির দলের তিন সদস্যেকে গ্রেফতার করেছে। তাদের নাকি খুনের কারণে কোর্টেও তুলা হয়েছে। খুনিদের তালিকায় রয়েছে ১৭ বছরের জোয়েল এসকোবার, ১৪ বছরের সিন্থিয়া হার্নান্ডেজ, ১৬ বছরের জোয়েস ফুয়েন্তেস পোনেস।