‘ভারত দল ভারসাম্যপূর্ণ’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

দুয়ারে কড়া নাড়ছে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসর। বরাবরের মতো এবারও হট ফেবারিট ভারত। শিরোপার লক্ষ্যে নিজেদের পছন্দমত দলই ইংল্যান্ডে পাঠাচ্ছে উপমহাদেশের পরাশক্তি দলটি। দল নিয়ে সন্তুষ্ট ভারত দলের অন্যতম সফল অধিনায়ক বিরাট কোহলিও।
বিশ্বকাপে নিজেদের সেরাটা মেলে ধরতে বেশ শক্তিশালী দল গঠন করায় তৎপর ছিল ভারত। ১৫ সদস্যের স্কোয়াডের অন্যতম সদস্য কেদার যাদবের ইনজুরির জন্য পর্যাপ্ত সময় দিয়ে তাকে সুযোগ দেয়া প্রমাণ করে তারা পূর্ণ শক্তিই প্রতিপক্ষকে পরাস্ত করতে ইংল্যান্ডের মাঠে নামাবে। বিশ্বকাপের আসরে নিজেদের দল নিয়ে বেশ স্বস্তিতে আছেন ভারতীয় দলনেতা বিরাট কোহলি।
সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘আমাদের এবারের দলটা বেশ ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ। আমি জানি ফরম্যাটের কারণে এবারের বিশ্বকাপের আসর আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তবে আমরা চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত। দলের খেলোয়াড়েরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছে যা বিশ্বকাপের আসরে প্রতিপক্ষকে পরাস্ত করতে বেশ কার্যকরী হবে।’