সম্পূর্ন প্রস্তুত নন সাকিব!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা হয়নি সাকিব আল হাসানের। ইনজুরির কারনে সাইড বেঞ্চে বসেই দেখতে হলো প্রথমবারের মত পাওয়া কোন শিরোপার লড়াই। ইংল্যান্ডের লেষ্টারে পৌছে দলের সাথে অনুশীলন করলেও এখনো সম্পূর্ন প্রস্তুত নন দলের সহ-অধিনায়ক।
বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। শুধু তারকা খ্যাতিতেই নয় সবচেয়ে বড় ভরসার নামও এই অলরাউন্ডার। ইঞ্জুরির কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল মিস করেছেন তিনি। তবে ইংল্যান্ডে গিয়ে ১৯ তারিখেই ব্যাট হাতে ফিরেছেন অনুশীলনে। করছেন বোলিং ও ফিল্ডিং অনুশীলনও। তবে এখনো পুরপুরি প্রস্তুত হয়ে ওঠেননি তিনি।
টিম ফিজিও জানিয়েছে, সম্পূর্ন ফিট হতে আরো ২/১ দিন সময় লাগবে। তবে স্বস্তি হলো পুরোপুরি ফিট না হলেও সাকিব ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন।
জানা গেছে, তিনি পঁচাত্তর শতাংশ ফিট আছেন এবং দলের সাথে নিয়মিত অনুশীলন করছেন।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেললেও ইঞ্জুরিতে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বিশ্রাম দেয়া হয়েছে তাকে।এছাড়াও পুরোপুরি ফিট নয় আরেক পেসার রুবেল হোসেন।