পরিবর্তন ছাড়াই ১৫ সদস্যে ভরসা বাংলাদেশের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

জুনে ইংল্যান্ডে বসছে বিশ্বকাপের আসর। এই আসরকে ঘিরে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে দু’একটা পরিবর্তনের সম্ভাবনা থাকলেও ত্রিদেশীয় সিরিজে সবার পারফর্ম্যান্সে সে আশংকা উড়ে গেছে। আসন্ন বিশ্বকাপে এই দলের উপরই পূর্ণ আস্থা রাখতে চায় বিসিবি।
বাংলাদেশ দলের বিশ্বকাপ দল ঘোষণার পর দলে আবু জায়েদ রাহী ও মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গা পাওয়া নিয়ে মূলত গুঞ্জন ওঠে। কিন্তু এই দুজনই আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে রঙ ছড়িয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সৈকতের দ্রুততম অর্ধ-শতক এক কথায় দলকে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা পাইয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করে। অন্যদিকে, রাহী আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৫৮ রানের বিপরীতে একাই তুলে নেন ৫ উইকেট।
লিটন দাসও আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের দারুণ ইনিংস খেলে ভালো করার ইঙ্গিত দিয়েছেন। রুবেল হোসেন যতটুকু সুযোগ পেয়েছেন, নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। মোদ্দাকথা, দলের প্রত্যেক সদস্য ত্রিদেশীয় সিরিজে নিজেদের সেরাটা দিয়ে ঝালিয়ে নিয়েছেন। দলের এমন পারফর্ম্যান্সে বিসিবিও স্বস্তির নিঃশ্বাস ফেলছে।