শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

বহু রেকর্ডের সাক্ষী ‘হেডিংলি’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

ইংল্যান্ডে আগামী ৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। এই নিয়ে পঞ্চমবারের মত আয়োজকের ভূমিকা পালন করবে ইংল্যান্ড। দেশটির সহযোগী হয়েছে ওয়েলস। দু’দেশের ১০টি শহরে ১১টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।  ৪৬ দিনের এ ইভেন্টে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

১৯৯২ সালের বিশ্বকাপের অনুযায়ী রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবারের আসর। টুর্নামেন্টে অংশ নেয়া ১০ দল প্রত্যেকে একবার করে একে অন্যের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চার দল খেলবে সেমিফাইনালে। প্রায় দেড় মাসের এ মেগা ইভেন্টের পর্দা উঠবে লন্ডনের ওভালে। আর পর্দা নামবে লর্ডসে।

 

 

 

হেডিংলি, লিডস:
অবস্থান: হেডিংলি, লিডস, ইংল্যান্ড
স্বত্ত্বাধিকারী: লিডস রাগবি
ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব
ধারণক্ষমতা:  রাগবি স্টেডিয়াম (২১,০৬২)
ক্রিকেট স্টেডিয়াম (১৭,৫০০)
নির্মাণ: ১৮৯০
সম্প্রসারিত: ১৯৩১, ১৯৩২, ২০০০, ২০০৬, ২০১০

ইংল্যান্ডের লিডসে অবস্থিত হেডিংলি স্টেডিয়াম কমপ্লেক্সের ক্রিকেট মাঠ। সচরাচর, সংক্ষেপে এ স্টেডিয়ামকে হেডিংলি নামে ডাকা হয়। ১৮৯৯ সালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ক্রিকেট দিয়ে এর অনুষ্ঠানিক ক্রিকেটের যাত্রা শুরু হয়। এই মাঠে দর্শক ধারণ ক্ষমতা ১৮,৩৫০ জন। এই মাঠে অ্যাশেজ সিরিজের অনেক ম্যাচ গড়িয়েছে। বহু রেকর্ডেরও সাক্ষী হেডিংলি।

 

 

বিশ্বকাপের দ্বাদশ আসরের চারটি ম্যাচ হবে হেডিংলি স্টেডিয়াম কমপ্লেক্সে। ২১ জুন স্বাগতিক ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়ে হেডিংলিয়ের লড়াই। ২৯ জুন পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আর এশিয়ার দুই প্রতিবেশি দেশ ভারত ও শ্রীলঙ্কা ৬ জুলাই মুখোমুখি হবে হেডিংলিতে। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ০৮ জুলাই আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।