শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

পূজাতে মনের মতো কাউকে পেলেই প্রেম!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

পূজা মানেই জমজমাট ব্যাপার। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা, খাওয়াদাওয়ার প্ল্যানিং। পূজারর এই কয়েকটা দিন যতটা সম্ভব স্পেশাল করে তুলতে চান সবাই। এই চাওয়া থেকে বঞ্চিত নন সাধারণ মানুষ থেকে তারকা কেউই। আর তা নিয়েই কথা বললেন টলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী সৌরসেনী মৈত্র।

পঞ্চমীর দিন পরিক্রমা করবেন সৌরসেনী। তারপর আর কোনও কাজ রাখেননি তিনি। বললেন, পূজাতে খুব যে প্ল্যান করে চলি তা নয়। তবে এইবছর প্রথমবার পুজোয় আমার সিনেমা রিলিজ করছে, 'ব্যোমকেশ গোত্র'। সেটা নিয়ে খুব উচ্ছ্বসিত আমি। পূজা শুরু করব সিনেমাটা দেখে।

ফুচকার ব্যাপারে চরম দুর্বলতা রয়েছে সৌরসেনীর। বললেন, প্রচুর ফুচকা খাবেন। সঙ্গে খাবেন অন্যান্য স্ট্রিট ফুড। জোর দিয়ে বললেন যে, পুজোর পর নিশ্চয়ই ওজন বেড়ে যাবে ২-৩ কেজি।

'দুর্গাপূজার প্রেম খুবই স্পেশাল ব্যাপার। কিন্তু, সৌরসেনীর আক্ষেপ, আমার সঙ্গে কোনওদিন এটা হয়নি। তোমরা প্লিজ উইশ কর আমায়।'