শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

তামিম বিশ্বের অন্যতম সেরা ওপেনার: কুম্বলে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

বাংলাদেশ ক্রিকেট দল আছে দুর্দান্ত ফর্মে। সদ্যই আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন তারা। এবারের বিশ্বকাপেও যে দলটি চমক দেখাবে, বলাই বাহুল্য। এবার ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে দলের ওপেনার তামিম ইকবালকে প্রশংসায় ভাসালেন। বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসেবে মন্তব্য করলেন সাবেক এই লিজেন্ড। 

২০১৫ সালের বিশ্বকাপের চেয়েও বেশ পরিণত দল বাংলাদেশ। ত্রি-দেশীয় সিরিজেও সবাই তাদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ইংল্যান্ড সফরে ভালো করার ইঙ্গিত দিচ্ছেন। ভারতের এক ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে কুম্বলে জানালেন, এবারের বিশ্বকাপে দারুণ পারফর্ম করবে বাংলাদেশ।  

তিনি বলেন, ‘তামিম ইকবাল বিশ্বের অন্যতম সেরা ওপেনার। কোনো দলের বোলিং লাইনআপ গুঁড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে সে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সামর্থ্য নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই। তামিম, সাকিব ও মুশফিকুর রহিম ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে। এবার ওরা বিশ্বকাপে দুর্দান্ত খেলবে।’