শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

বিয়ের পরের জীবনটা এনজয় করছি: শুভশ্রী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

‘হনিমুন’ দিয়ে শেষ করেছিলেন। আর ‘রসগোল্লা’ দিয়ে শুরু করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এর মাঝে গত মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন তিনি। প্রি-ম্যারেজ ফেজ কাটিয়ে এখন পোস্ট ম্যারেজ ফেজ চলছে তাঁর। বিয়ের আগে শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘হনিমুন’। আর বিয়ের পর প্রথম মুক্তি পেতে যাচ্ছে ‘রসগোল্লা’।

পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর। সে ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় রয়েছেন শুভশ্রী। তাঁর চরিত্রের নাম মালকানজান। আগরার এক বাঈজি তিনি। যাঁর সঙ্গে রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাশের সম্পর্ক ছিল বোন এবং ভাইয়ের। 

কিন্তু শুভশ্রী মানেই নায়িকা। শুভশ্রী মানেই তিন ঘণ্টা সিনেমা হলের পর্দা জুড়ে থাকবেন। তা হলে এত কম স্ক্রিন প্রেজেন্সের একটা কাজে রাজি হলেন কেন? এ ব্যাপারে তিনি বলেছেন, ‘‘আসলে রসগোল্লা বললেই বাঙালি বা কলকাতার কথা প্রথম মনে পড়ে। এই চরিত্র রসগোল্লার ইতিহাসের সঙ্গে জড়িয়ে। তাই অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স হলেও আমি রাজি হয়েছিলাম।’’

‘রসগোল্লা’য় এক নতুন জুটিকে দেখবেন দর্শক। উজান এবং অবন্তিকা। তবে এই মুহূর্তে হাতে কোনও প্রজেক্ট নেই শুভশ্রীর। ইচ্ছে করেই কোনও কাজ রাখছেন না। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘আসলে আমি এই সময়টা এনজয় করছি। বিয়ের পরের জীবনটা দারুণ লাগছে। সে কারণেই কাজ করছি না। নেক্সট ইয়ারে হয়তো আবার শুরু করব।’’