বুধবার   ০৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ১৮ ১৪৩২   ১০ রবিউল আউয়াল ১৪৪৭

অষ্ট্রেলিয়া যাচ্ছেন শাইখ আহমাদ বিন ইউসুফ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও ‘বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউট’ এর পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী দ্বিতীয় বারের মতো অষ্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। 

মঙ্গলবার রাত ১২টার দিকে তিনি ঢাকা ত্যাগ করেছেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে অষ্ট্রেলিয়ার সিডনির অধিবাসী ও আরব দেশগুলোর সংগঠন ‘ইসলামিক হেল্প অর্গনাইজেশন’ কর্তৃক আয়োজিত কেরাত সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এছাড়াও সিডনির বিভিন্ন মসজিদেও তার তেলাওয়াত করার কথা রয়েছে। 

২ জুন সফর শেষ করে দেশে ফিরবেন। তিনি বাংলাদেশের বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের পথপ্রদর্শক ক্বারি মো. ইউসুফ (রহ.) এর জ্যেষ্ঠ পুত্র।